Text size A A A
Color C C C C
পাতা

কী সেবা কীভাবে পাবেন

ক। কৃষকদের উচ্চ ফলনসীল ফসল উৎপাদনে উৎসাহিত করা।

খ। সেচের জন্য নতুন প্রযুক্তির সহায়তা প্রদান।

গ। নতুন স্কীম  পরিচালনার জন্য কৃষক গ্রুপ গঠনে সহায়তা করা।

ঘ। যান্ত্রিক ও সেচের জন্য নতুন কারিগড়ি ও কল কৌশলের উপর প্রশিক্ষন দান।

ঙ। সেচ্এলাক সম্প্রসারনে কৃষকদের সহায়তা করা।

চ। পাম্প মেরামতের জন্য বিভাগীয় কারিগড় দ্বারা  কৃষক গ্রুপকে সহায়তা করা

ছ। সেচ অবোকাঠামো নির্মান করা।

জ। সচের পানি প্রবাহের  জন্য খাল খনন করা।

ঝ। ভাল বীজ সংগ্রহের জন্য  বিএডিসির বীজ গ্রহনের পরার্মশ দেয়া।

ঞ। সেচের জন্য ব্যবহারিত ইঞ্জিনে ভাল জ্বালানী ও মবিল ব্যবহারের পরার্মশ

ট। কৃষকদের চাহিদা মত সেচ পাম্প সরবারহ করা।

ঠ।বড় সেচ পাম্প পরিচালনার  জন্য ব্যবস্থাপনা এবং হিসাব সংরক্ষনে উপর প্রশিক্ষন প্রদান।